করোনার সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত পৃথিবী। করোনা থেকে সেরে ওঠার পরেও এর রেশে বয়ে বেড়াতে হচ্ছে অনেকদিন। শরীর, মন সবকিছুর উপরেই দীর্ঘ প্রভাব ফেলছে করোনা। করোনার সময়ে অনেকের ত্বকে যে র্যাশ হয় তা সারতেও অনেক সময় লাগে। সেই সঙ্গে থাকে চুল পড়ার সমস্যা। এখন প্রশ্ন হলো করোনার পর কীভাবে ত্বক আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবেন।