![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffasd-20210703101232.jpg)
এশিয়ায় ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জুলাই ২০২১, ১০:১২
শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই এখন আতঙ্ক ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। করোনার এই ধরনটি প্রথম ভারতে শনাক্ত হওয়ায় এটি ভারতীয় ধরন হিসেবেও পরিচিত। তবে গত কয়েকদিনে ভারতে সংক্রমণ কিছুটা কমতে শুরু করলেও এশিয়ার অন্যান্য দেশে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণের গতি বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।