Covaxin: ৭৭.৮% কার্যকর কোভ্যাক্সিন রুখতে পারে ডেল্টা প্রজাতি, বলছে চূড়ান্ত ট্রায়ালের রিপোর্ট
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৩ জুলাই ২০২১, ০৯:২৭
উপসর্গযুক্ত কোভিডের ক্ষেত্রে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল শেষে শনিবার এমনই দাবি করেছে এই টিকার প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক।
তাদের আরও দাবি, ডেল্টা প্রজাতির বিরুদ্ধে কোভ্যাক্সিন ৬৫.২ শতাংশ কার্যকরী। উপসর্গহীন কোভিডের ক্ষেত্রে এই টিকা কার্যকরী ৬৩.৬ শতাংশ।