আর্কটিক সাগরের শেষ বরফের সাম্রাজ্যও গলতে শুরু করল, জানাল গবেষণা
আর্কটিক সাগরে বরফ-সাম্রাজ্যের শেষ ঠিকানাতেও এ বার বড়সড় চিড় ধরতে শুরু করেছে। উপগ্রহচিত্রে ধরা পড়ল সেই উদ্বেগজনক ছবি। সেই বরফ-সাম্রাজ্য রয়েছে গ্রিনল্যান্ডের উত্তর থেকে শুরু করে কানাডার দিকে আর্কটিক সাগরের দ্বীপপুঞ্জগুলি পর্যন্ত। যা ‘লাস্ট আইস এরিয়া’ নামে জগদ্বিখ্যাত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জলবায়ু পরিবর্তন
- বরফ
- বরফের নদী
- বরফ ধস