রিকশার জমার টাকা তোলা নিয়েই চিন্তা তাঁদের

www.ajkerpatrika.com ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ১৬:৫৪

রিকশা চালক আবু সমাজের মাথা যেন আর কাজ করছে না। কঠোর লকডাউনের মধ্যে মানুষ বের না হওয়ায় রিকশার জমার টাকা তোলা নিয়ে চিন্তায় পড়েছেন তিনি। বৃষ্টির মধ্যেও আজ শুক্রবার ভোরে রিকশা নিয়ে বের হয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো খ্যাপ না পাওয়ার তার কপালে চিন্তার ভাঁজ।


যমুনা ফিউচার পার্কের পাশে রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় থাকা ষাটোর্ধ্ব আবু সমাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার আর বুদ্ধি নাই। ঠিক কী  করি কী  খাই। দেশেও (গ্রামের বাড়ি) যাতি পারি না। প্রতিদিন ১০০ টাকা জমা দেওন লাগে। ভাড়া পাই আর নাই পাই জমার টাকায় কোনো ছাড় নাই। লকডাউনের মধ্যিও জমার এক ট্যাহাও কম নেয় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও