সবাই পোষে টিয়া-ময়না আমি পুষি শালিক
পাখিওয়ালার নাম সিরাজল। আমার দুই পুত্র সিরাজলের সঙ্গে পরিচয় করিয়ে দিল। দেখলাম, ছেলেদের সঙ্গে ইতোমধ্যে সিরাজলের একটা ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে। এ কথা-সে কথার পর সিরাজল বলল-
: স্যার, ভাইয়ারা তো পাখি পোষার জন্য অস্থির হইয়া পড়ছে।
সিরাজলের কথা শুনে মাথা নেড়ে বললাম-
: সর্বনাশ! বাসায় কোনো পশু-পাখি নেওয়া যাবে না; আগে তো বার্ড-ফ্লু’র ভয় ছিলই, বর্তমানে এর সঙ্গে করোনা যুক্ত হইছে।
আমার কথা শুনে ছেলেরা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না দেখালেও বাসায় পৌঁছে হেডঅফিসে নালিশ করে দিল।
নালিশ আমলে নিয়ে লবণ বেগম বলল-
: ছেলেরা পাখির জন্য বায়না ধরছে; কিইন্যা দিতেছ না কীজন্য?
: কীজন্য কিইন্যা দিতে অপরাগ হইছিÑ তার কারণ ব্যক্ত করছি।
: বার্ড-ফ্লু’, করোনা এইসব আত্তাবাত্তার দোহাই দিছ তো?
: হ।