যান-যন্ত্রণা! বাস না থাকায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা
বাংলায় করোনা বিধিনিষেধের আবহেই প্রায় দেড় মাস পর আজ থেকে চালু হল বাস পরিষেবা। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সমস্ত বাস। কিন্তু, মাসের প্রথম দিন সকাল থেকেই যাত্রী দুর্ভোগের ছবি সামনে এল। রাস্তায় বাসের দেখা নেই। পথে নামেনি অনেক বেসরকারি বাসই। সরকারি বাসও হাতে গোনা।
যার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই দুর্ভোগে নিত্যযাত্রীরা। উল্লেখ্য, ভাড়াবৃদ্ধির দাবিতে অনড় বেসরকারি বাস মালিক সংগঠনগুলো। তাই বিধিনিষেধ শিথিল হলেও রাস্তায় নামেনি অনেক বাস।