সাতক্ষীরায় পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে হাঁসফাঁস করে ৫ জনের মৃত্যুর অভিযোগ

প্রথম আলো সাতক্ষীরা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রকাশিত: ০১ জুলাই ২০২১, ১১:৩০

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে হাঁসফাঁস করতে করতে পাঁচজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে আইসিইউতে ছিলেন তিনজন। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।


সাতক্ষীরা শহরের শেখ মনোয়ার হোসেন বলেন, হাসপাতালে তাঁর বাবাকে গত মঙ্গলবার ভর্তি করান। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হঠাৎ অক্সিজেনের ফ্লো কমে যায়। ওয়ার্ডে ভর্তি রোগীরা পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে হাঁসফাঁস করতে থাকেন। রোগীদের এমন অবস্থা দেখে স্বজনেরা কান্নাকাটি শুরু করেন। অনেকে বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার আনার চেষ্টা করেন। ২০ মিনিটের মধ্যে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও