কানাডার আরেক গণকবরে প্রায় ২০০ মরদেহ
কানাডার এক আদিবাসী জাতিগোষ্ঠী, জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার একটি সাবেক আবাসিক বিদ্যালয়ের মাঠের কাছে তারা ১৮২ জনের মরদেহ উদ্ধার করেছে। লোয়ার কুতেনেই ব্যান্ড বলেছে, এখনই বলা যাচ্ছে না ওসব মৃতদেহ স্কুলটির সাবেক শিক্ষার্থীদের কিনা।
এই আবিষ্কারটি দেশটির এইরকম অচিহ্নিত কবরস্থানগুলির ক্রমবর্ধমান সংখ্যায় আরেকটি সংযোজন। ভয়াবহ এই অনুসন্ধান দেশজুড়ে ক্ষোভ সঞ্চার করেছে এবং কেউ কেউ ১ জুলাই কানাডা দিবসের ছুটি বাতিলেরও আহ্বান জানিয়েছে। যেহেতু তদন্ত চলছে তাই এমন আরও কবরের সন্ধান মিলবে বলে জানিয়েছে আদিবাসী নেতারা। লোয়ার কুতেনেই ব্যান্ডের প্রধান এবং কুতুনাক্সা জাতির সদস্য জেসন লুই বলেন, এমন কিছুর জন্য কেউ কখনোই প্রস্তুত ছিলো না।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সন্ধান
- আদিবাসী গোষ্ঠী
- গণকবর