![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcourt6-20210701092146.jpg)
পাঁচ বছরে আদালতে ৩০ হাজার ২৭২ ধর্ষণ মামলা
দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত পাঁচ বছরে ৩০ হাজার ২৭২টি মামলা দায়ের হয়েছে বলে হাইকোর্টের নির্দেশে আসা এক প্রতিবেদনে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে পাঠানো ২০২০ সালের ২১ অক্টোবরের পূর্বমুহূর্ত পর্যন্ত পাঁচ বছর সময়ের এমন তথ্য উঠে এসেছে।