কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আগামী চার বছর ছবি না করলেও, আমাকে দেখতে পাবেন দর্শক’

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০১ জুলাই ২০২১, ০৭:৫১

প্র: মাতৃত্ব যে চুটিয়ে উপভোগ করছেন, আপনার সোশ্যাল মিডিয়াই তার সাক্ষী। ছবির শুটিং ফ্লোরে ফিরছেন কবে?


উ: রিয়্যালিটি শো তো শুরু করে দিয়েছি। তবে ছবির শুটিংয়ের পরিকল্পনা এই মুহূর্তে নেই। বাবা যাদবের ছবির কিছু অংশের শুট করা বাকি আছে। বেশ কিছু চিত্রনাট্য পড়েছি এর মধ্যে। পরিস্থিতি এমনই যে, ছবির ব্যাপারে পাকাপোক্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।


 


প্র: আপনার বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। এ বছর কি কোনওটা আসতে পারে?


উ: এ বছরের মাঝামাঝি ‘হাবজি গাবজি’ মুক্তির পরিকল্পনা ছিল। আর স্বাধীনতা দিবসের সময়ে ‘ধর্মযুদ্ধ’। তবে করোনার দ্বিতীয় ঢেউ সব গোলমাল করে দিল। এ ছাড়া ‘বিসমিল্লা’ আর বাবা যাদবের ছবিটাও রয়েছে। অর্থাৎ আগামী চার বছর আর ছবি না করলেও আমার ছবি রিলিজ় করতে থাকবে (হাসি)। আসলে এই অতিমারির জন্য হলে গিয়ে সিনেমা দেখার অভ্যেসটা চলে যাচ্ছে। অনেক বড় ছবিও ওটিটি-তে চলে আসছে এখন। তবে পরিস্থিতি ঠিক হলে আমার মতো ছবিপ্রেমীরা নিশ্চয়ই হলে গিয়ে ছবি দেখবেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও