![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Jul/1625102812_private-bus.jpg)
ভাড়া-জটে দূরের বাসও অনিশ্চিত
অতিমারির বিধিনিষেধ অনেকাংশে শিথিল হওয়ায় আজ, বৃহস্পতিবার থেকে দূরপাল্লার বেসরকারি বাস চলার কথা। কিন্তু ভাড়া বৃদ্ধির বিষয়টি ঝুলে থাকায় বাস নামানোর ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারছে না বেসরকারি বাস মালিক সংগঠন।অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বুধবার বলেন, ‘‘যে-হারে খরচ বেড়েছে, তাতে কাউকে রাস্তায় বাস নামানোর কথা বলতে পারব না। পুরনো ভাড়ায় কম যাত্রী নিয়ে বাস চালালে আরও বেশি ক্ষতি হবে।’’ জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত অহেতুক ঝুলিয়ে না-রেখে গণপরিবহণ সচল করার স্বার্থেই রাজ্য সরকারের তরফে দ্রুত এই সমস্যার নিষ্পত্তি করা উচিত।’’
রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এ দিন কসবায় পরিবহণ ভবনে বাসমালিকদের উদ্দেশে বলেন, ‘‘মানুষের স্বার্থে আপনারা বাস নামান। সরকার বিষয়টি দেখছে।’’ বেসরকারি বাস নিয়ে অনিশ্চয়তা থাকলেও সরকারি বাস নামানোর আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমাদের সামর্থ্য অনুযায়ী ১০০ শতাংশ বাস রাস্তায় নামানো হবে।’’