প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৪ নভেম্বর থেকে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ।
বুধবার জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মো. মোজাফ্ফর হোসেনের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।