![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252Fc278c70a-4c99-450b-a419-74848e91dcbf%252Fprothomalo_bangla_2021_01_69dd662b_e6f6_4c1a_a9c8_ba310da94c24_Oil_VA.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়ার পর কমল ৪ টাকা
প্রথম আলো
প্রকাশিত: ৩০ জুন ২০২১, ১৫:২৪
সয়াবিন তেলের দামে অস্থিরতা কাটছে না। কয়েক দফা দাম বাড়ার পর এবার কমল লিটারে ৪ টাকা। তাতে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে লাগবে ১৪৯ টাকা। খোলা কিনলে দাম পড়বে ১২৫ টাকা। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে।
এর আগে গত ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে ৯ টাকা বাড়ানো হয়েছিল। তাতে বোতলজাত এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪৪ টাকা থেকে বেড়ে ১৫৩ টাকা হয়। সেই হিসাবে কাল থেকে দাম লিটারে ৪ টাকা কমলেও গত মাসের চেয়ে বেশি দামেই কিনতে হবে ভোক্তাদের।