![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Jun/1625039242_dupguri-main.jpg)
ফের ‘মাতব্বরি’ গ্রামবাসীদের, পরকীয়ার সন্দেহে গৃহবধূকে নির্যাতন, গ্রেফতার ৪
আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় গত কয়েক সপ্তাহে গ্রামবাসীদের ‘মাতব্বরি’র বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। কোথাও সালিশি সভার নিদান, তো কোথাও পরকীয়ার অভিযোগ তুলে হেনস্থা। এ বার সেই ঘটনারই পুনরাবৃত্তি হল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে এক পুরুষ এবং মহিলাকে বাঁশে বেঁধে মারধর করলেন স্থানীয়রা।