![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/06/30/og/132358_bangladesh_pratidin_receive.png)
কুমিল্লায় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ৩০ জুন ২০২১, ১৩:২৩
ড্রেজার দিয়ে পুকুর পাড়ে বাঁধ দেয়ার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম শফিকুর রহমান (৩৩)। তার বাবার নাম মোখলেছুর রহমান। ঘটনাস্থলের পাশেই তার বাড়ি।
প্রত্যক্ষদর্শী এনামুল হক সবুজ জানান, সকাল থেকে ড্রেজার দিয়ে পুকুরের পাড় ভরাট করার কাজ চলছিলো। এ সময় হঠাৎ করে পুকুরপাড়টি গাছসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটি চাপা পড়ে শফিক নিহত হন। পরে স্থানীয়রা মাটি সরিয়ে শফিকের মরদেহ উদ্ধার করে।