![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdse-cse-20210630125434.jpg)
শেয়ারবাজারে লেনদেন চলবে
ব্যাংক খোলা রেখে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ব্যাংক খোলা থাকায় শেয়ারবাজারের লেনদেনও চলবে। তবে লেনদেনের সময় কয় ঘণ্টা হবে তা ব্যাংকিং লেনদেনের ওপর নির্ভর করছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ‘আমাদের আগেই সিদ্ধান্ত নেয়া আছে, ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে।’