যা করা যাবে যা করা যাবে না: ১-৭ জুলাই ‘কঠোর লকডাউনে’
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত সাত দিন ‘কঠোর লকডাউন’ দিয়েছে সরকার। এই সময়ে সার্বিক কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এই সময়ে কী করা যাবে এবং কী করা যাবে না, তা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া ‘করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যক্রম ও চলাচলে বিধি-নিষেধ আরোপ’ শীর্ষক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছু শর্তা যুক্ত করে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধি-নিষেধ দেওয়া হলো। বিধি-নিষেধগুলো হলো—
১. সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে,
২. সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহন (অভ্যন্তরীণ ফ্লাইটসহ) ও সব ধরনের স্বচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে,
৩. শপিংমল-মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে,
৪. সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে,