‘কঠোর লকডাউন’ মানানো যাবে তো?

বাংলা ট্রিবিউন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত: ৩০ জুন ২০২১, ০৯:২০

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে ‘কঠোর লকডাউন’। যা বলবত থাকবে পরবর্তী ৭ দিন। এমন সুপারিশ সম্বলিত প্রস্তাব প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, সাধারণ মানুষকে এবারের লকডাউন মানানো যাবে তো? নাকি গত বছরখানেক যাবত চলা গতানুগতিক ঢিলেঢালা লকডাউনই চলবে? করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকে জারি করা সরকারের বিধিনিষেধ হোক আর লকডাউন হোক জনসাধারণ তা মানেনি। এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন বা সরকারি আদেশ নিষেধের প্রতি ভ্রুক্ষেপও করেনি সাধারণ মানুষ। রাস্তায় রাস্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হওয়ার চেষ্টা করেও জনগণকে মানাতে পারেনি।


সংশ্লিষ্টরা বলছেন, এবার গতানুগতিক নয়, কঠোরভাবেই লকডাউন পালনের বিষয়ে সরকার বদ্ধপরিকর। কারণ অতীতের যে কোনও সময়ের তুলনায় কোভিড-১৯ এর সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে। এমন অবস্থায় মানুষের অকাল মৃত্যু ঠেকাতে কঠোর লকডাউনের বিকল্প দেখছে না সরকার। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কঠোর লকডাউন মানাতে পুলিশের পাশাপাশি এবার বিজিবি ও সেনাবাহিনীও থাকবে। তারা কঠোর মনোভাব নিয়েই রাস্তায় দায়িত্ব পালন করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও