![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F29%2Fjhenaidah-pic.jpg%3Fitok%3DutMUxlkK)
ঝিনাইদহে গ্রামাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস
ঝিনাইদহে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সর্বাত্মক লকডাউন দিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না। আজ মঙ্গলবার ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৬৪ দশমিক ৫৮ শতাংশ।
ঝিনাইদহে করোনা রোগীর আর্তনাদ ও স্বজনদের আহাজারিতে হাসপাতালগুলোর বাতাস ভারি হয়ে উঠেছে। মৃত্যুর তালিকা লম্বা হচ্ছে। এ অবস্থায়ও অবৈধ পথে ভারতে যাতায়াত অব্যাহত রয়েছে। এতে ঝিনাইদহসহ সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে করোনা সংক্রমণ এখন তুঙ্গে। দালালের হাত ধরে ভারত থেকে আসা নারী-পুরুষ ও শিশু করোনাভাইরাস ছড়াতে ছড়াতে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। কেউ ধরা পড়ে, কেউ পড়ে না।