বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল তৈরি করেছে চীন
চীনের সাংহাই নগরী ইতোমধ্যেই বিশ্বের বিলাসবহুল হোটেলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এবার সেখানে আরো নতুন একটি মাত্রা যুক্ত হল। গত ১৯ জুন থেকে যাত্রা শুরু হয়েছে সাংহাই টাওয়ারের জে হোটেলের। আধুনিক সুবিধা সম্বলিত ১২০ তলা হোটেলটিকে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল বলে দাবি করা করেছে চীন। খবর সিএনএন। সাংহাই টাওয়ার টপ ফ্লোরে জে হোটেল অবস্থিত। ৬৩২ মিটার (প্রায় ২০০০ ফিট) টাওয়ারটি চীনের সবচেয়ে উঁচু ভবন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হোটেল
- উচ্চতা
- বিলাসবহুল
- বহুতল ভবন