![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252F77ea2a97-86fc-4092-b652-9e9d0702221d%252Fbc1d85eb-17ba-466b-b25e-191894e87b5b.jpg%3Frect%3D0%252C42%252C688%252C361%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
প্রবাসী কর্মী প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে সিঙ্গাপুর
সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, সিঙ্গাপুর আরও বেশি অভিবাসী পুরুষ শ্রমিক এবং নারী গৃহকর্মীকে প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে। সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী গন কিম ইওং বলেন, ‘নতুন সিদ্ধান্তের পর আমাদের কোম্পানিগুলোর ওপর থেকে অপরিসীম চাপ কমবে। করোনার শুরু থেকে এই চাপ বেড়েছে।’
সিঙ্গাপুর আরও বেশি শ্রমিক প্রবেশের অনুমতি দিতে করোনাভাইরাসকে এখনো ‘বড় প্রতিবন্ধকতা’ মনে করছে। শিগগিরই নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে তারা। এ বিষয়ে নতুন নীতিমালা গঠন করবেন শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা।