কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্যবিধি অমান্য স্বজনদের

প্রথম আলো সাতক্ষীরা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রকাশিত: ২৯ জুন ২০২১, ১২:৩৪

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরের প্রধান ফটক। গত রোববার সকাল ১০টায়। ওই ফটকের সামনে দাঁড়ানো একটি ইজিবাইক। ওই বাইকে চড়ার জন্য দুজন দরদাম করছেন। সম্পর্কে তাঁরা বাবা ও মেয়ে। ওই তরুণী জানান, হাসপাতালে এসেছিলেন তাঁর মাকে দেখতে। ২৩ জুন তাঁর মা করোনা শনাক্ত হওয়ার পর থেকে হাসপাতালে। তিনিসহ পরিবারের কয়েকজন সদস্য রাতে হাসপাতালে থাকেন। সকালের দিকে তিনি ও তাঁর বাবা শহরের বাড়িতে যান। পরে মা–সহ অন্যদের জন্য খাবার নিয়ে আবার হাসপাতালে আসেন।


ওই দুজনের মতো অনেকে হাসপাতালে করোনা রোগীদের সেবা করছেন। বাইরে থেকে ওষুধ কিনেও আনছেন। খাবারও আনতেও বাইরে যাচ্ছেন তাঁরা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালে এই চিত্র দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও