জাতিসংঘ শান্তি মিশন থমকে যাবে?
নতুন অর্থবছরে শান্তিরক্ষা কার্যক্রমের জন্য প্রস্তাবিত ৬ বিলিয়ন ডলারের বাজেট বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদন না পেলে বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনগুলোর কার্যক্রম থমকে যেতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তা ও কূটনীতিকরা।
১৯৩ সদস্যের এই বিশ্বসভায় বিষয়টি চূড়ান্ত করতে বিলম্বের জন্য দরকষাকষির নতুন প্রক্রিয়া এবং পশ্চিমা দেশগুলোর বিপক্ষে চীনের অনমনীয় অবস্থানকে দায়ী করেছেন কয়েকজন কূটনীতিক।
জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, নীতি ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান ক্যাথেরিন পোলার্ড জানিয়েছেন, যদি সময়মত নতুন বাজেট পাস না হয়, সেজন্য বিকল্প পরিকল্পনা নিয়ে রাখতে বলা হয়েছে ১২টি শান্তি মিশনকে, যেগুলোর বেশিরভাগই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে।
“তবে একইসঙ্গে আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে জাতিসংঘের সদস্য দেশগুলো সমঝোতায় পৌঁছাতে পারবে।”
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
ডেইলি স্টার
| গাজা
৮ মাস, ১ সপ্তাহ আগে