কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্মলার প্য়াকেজ 'মানুষের অপমান': মুখ্যমন্ত্রী

এইসময় (ভারত) প্রকাশিত: ২৯ জুন ২০২১, ১০:৫৫

কোভিড অতিমারীর অর্থনৈতিক প্রভাব কাটিয়ে ওঠার জন্য সোমবার স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে কর্মসংস্থান তৈরির জন্য প্রায় ৬.২৯ লক্ষ কোটি টাকা মূল্যের আট দফা ত্রাণ প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু, তাঁর আগের কোভিড ত্রাণ প্যাকেজগুলির মতোই এই প্যাকেজের বেশিরভাগটাই ঋণের অঙ্কে। এ নিয়ে তীব্র শ্লেষ ব্যক্ত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র যে ঋণের কথা বলছে, তা আসলে মানুষকে অপমান করা। এদিন নবান্নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা স্পষ্ট জানিয়ে দেন, 'আমি চাই কোভিড টিকা, ওষুধ ও যন্ত্রাংশ জিএসটি মুক্ত করা হোক। এটাই আমার প্রথম দাবি। দ্বিতীয় হলো, দেশের সকলের টিকাকরণ দরকার। ওরা অনেক কথা বলে, কিন্তু তা কার্যকর করে না। সেই কারণে এই পরিস্থিতিতে আমি আর কোনও মন্তব্য করতে চাই না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও