সুইজারল্যান্ড: নাগরিক অধিকার ও শব্দ দূষণ

ডেইলি স্টার সুইজারল্যান্ড প্রকাশিত: ২৮ জুন ২০২১, ১৭:২২

সুইজারল্যান্ডের জুরিখ লেকের জাহাজগুলো আগের মতো আর ভেঁপু বাঁজায় না। কেন জানেন? কারণ, লেকের পাড়ের এক বাসিন্দা ভেঁপুর শব্দ দূষণ নিয়ে একটি মামলা করেছিল। মামলাটি প্রায় দেড় বছরের মতো চলে এবং আদালত রায় দেন সেই নারীর পক্ষে।


তিনি অভিযোগ করেছিলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জাহাজের ভেঁপুর শব্দে ঘুম থেকে লাফিয়ে উঠি। তারপর থেকে রোগে ভুগছি।’ মূল কথা বা তার অভিযোগ হলো- জাহাজের ভেঁপুর শব্দ পরিবেশে দূষণ হচ্ছে।


পরে আদালত রায় দেন, জাহাজগুলো ঘাটে ভিড়তে, এমনকি লেকের মাঝখানেও কোনো বিপদ না হলে ভেঁপু বাজাতে পারবে না। যদিও জাহাজের নিয়মেই ছিল ঘাটে ভিড়তে এবং ছেড়ে যেতে ভেঁপু দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে