বাসায় অগ্নিকাণ্ডের ঝুঁকি কিন্তু কম নয়!
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ২৮ জুন ২০২১, ১২:০৫
সামান্য ভুল হলেই বাসায় অগ্নিকাণ্ড ঘটতে পারে৷ দমকলকর্মীরা এমন অনেক উদাহরণ দেখাতে পারেন৷ অথচ কিছু মৌলিক বিষয় সম্পর্কে সচেতন থাকলে এমন অঘটন এড়ানো সম্ভব৷ এমনই কিছু ভুলত্রুটির দিকে নজর দেওয়া যাক৷ ভালো প্রাতরাশে রুটি, কফি, চিজ ইত্যাদি অনেক কিছুই রয়েছে৷ কিন্তু ডিম ছাড়া ষোলকলা পূর্ণ হয় কি?
হয়তো মাইক্রোওয়েভে গরম করলেই দ্রুত ডিম সিদ্ধ হয়ে যাবে৷ কিন্তু মাইক্রোওয়েভ যন্ত্রের মধ্যে ডিম ফেটে যাওয়ায় বোঝা গেল যে, কাজটা করা মোটেই উচিত হয়নি৷ কিন্তু আসলে কী ঘটলো? মাইক্রোওয়েভের বিকিরন ডিমের মধ্যে পানির অণুগুলিকে গরম করে৷ ফলে পানির সম্প্রসারণ তথা বাষ্পীভবন ঘটে৷ তখন ডিমের খোলস ফেটে যায়৷ তখন মাইক্রোওয়েভ ওভেনের ভেতরের অবস্থার কথা আর না বলাই ভালো৷ কিন্তু সংসারে অন্যান্য বিপদের তুলনায় সেই বিস্ফোরণ তেমন মারাত্মক কিছু নয়৷