![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252F2374b0aa-4da6-4a68-ae84-422654c05f01%252FFootball_coach_Maruf___5_.JPG%3Frect%3D0%252C114%252C1600%252C840%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ফ্রান্স আর স্পেনকেই এগিয়ে রাখছি
ইউরোতে আজকের ম্যাচ দুটি দেখতে মুখিয়ে আছি। সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রাখব বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। ফ্রান্স ৭০, সুইজারল্যান্ড ৩০। ক্রোয়েশিয়ার সঙ্গে ফেবারিট সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনই। তবে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াতে পারে। এমনকি টাইব্রেকারে গেলেও অবাক হব না।
ফ্রান্স ৪-৩-৩ ছকে খেলে আসছে। আজ পাভারকে দলে রাখতে পারেন ফরাসি কোচ। ফ্রান্সের খেলার ছক অনুযায়ী করিম বেনজামা ‘নাম্বার নাইন’। সে ক্ষেত্রে গ্রিজমান যখন ভেতরে চলে আসে এবং কান্তেদের সঙ্গে যোগ দেয়, তখন একটা খালি জায়গা তৈরি হয় অ্যাটাকিং থার্ডে। করিম বেনজামা ওই জায়গাটায় চলে গেলে আক্রমণের সুযোগ অনেক ক্ষেত্রে কমে যায় ফ্রান্সের। এ অবস্থায় পাভার দলে এলে রাইট উইং পজিশনে খেলাটা ভালো হবে তাদের।