You have reached your daily news limit

Please log in to continue


তরুণ উদ্যোক্তাদের জন্য উইয়ের ‘মাস্টারক্লাস’

নাটোরের খুদে উদ্যোক্তা তাহসিন বারি অনলাইনে সতেজ ফল, টাটকা শাকসবজি আর মাছ বিক্রি করে। নাটোরের মৌখাড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাহসিনের ব্যবসার শুরু হয়েছিল গত বছরের মে মাসে। তখন মায়ের পরামর্শে নিজেদের আমবাগানের আম দিয়েই ব্যবসা শুরু করে তাহসিন।

শুরুতে অনলাইন ব্যবসা বুঝে উঠতে পারছিল না খুদে এই উদ্যোক্তা। ব্যবসায় শিক্ষার ছাত্রী হওয়ার সুবিধার্থে ক্লাসে হিসাববিজ্ঞান কিংবা বিপণন পড়লেও সত্যিকারের ব্যবসায় এসব প্রয়োগ অনেক কঠিন মনে হলো তাহসিনের কাছে। এরই মধ্যে ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের গ্রুপ উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামে (উই) যুক্ত হয়েছিল তাহসিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন