You have reached your daily news limit

Please log in to continue


উত্তরপ্রদেশে একাই লড়বেন মায়াবতী

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিধানসভা ভোটে বিজেপি-বিরোধী কোনও রাজনৈতিক দলের সঙ্গেই জোট গড়বে না বিএসপি। দলের এই ‘একলা চলো’ নীতির কথা বিএসপির শীর্ষ নেত্রী মায়াবতী নিজেই আজ ঘোষণা করেছেন। এর ফলে স্পষ্ট হয়ে উঠেছে, আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশের ভোটে বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে বিরোধী শক্তি অন্তত তিন ভাগে ভাগ হতে চলেছে।

গত কাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর সামনে আসে যে এ বার লখনউয়ের কুর্সির লড়াইয়ে আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম-এর হাত ধরতে পারে বিএসপি। মায়াবতী আজ সকালে টুইট করে এ খবর খণ্ডন করেছেন। তাঁর দাবি, এই ধরনের খবর ভিত্তিহীন। তিনি আরও জানিয়েদেন, বিএসপি এ বার শুধু পঞ্জাবে শিরোমনি অকালি দলের সঙ্গে জোট গড়বে। পঞ্জাবের ১১৭টি আসনের বিধানসভায় ৯৭টিতে লড়বে শিরোমনি অকালি দল, ২০টিতে বিএসপি। তবে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে একাই লড়বে মায়াবতীর দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন