কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংক্রমণ হার নিম্নমুখী, করোনা শয্যা ছাড়ছে রাজ্য

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০৮:০৮

বঙ্গে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। রবিবারেও রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। সম্প্রতি আক্রান্তের এই সংখ্যা কমতে থাকায় এ বার বেসরকারি হাসপাতালের সরকারি অধিগৃহীত কোভিড শয্যাগুলি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।


স্বাস্থ্য শিবির সূত্রের খবর, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দফায় দফায় সরকারি হাসপাতালের শয্যা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতালের শয্যাও অধিগ্রহণ করতে শুরু করেছিল রাজ্য সরকার। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় সেই সমস্ত শয্যা খালি থাকছে। তাই আপাতত অধিগৃহীত শয্যা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের সই করা ওই নির্দেশিকাতে জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, দার্জিলিং, মালদা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মোট ২৬টি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৯২৫টি শয্যার মধ্যে ৮০০টি ছেড়ে দেওয়া হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও