কাপড়ের ছত্রাক দূর করার উপায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জুন ২০২১, ২১:১২
বৃষ্টি বিলাস মনে আনন্দ আনে ঠিকই। তবে বর্ষাকাল মানেই স্যাঁতস্যাঁতেভাব, কাপড়ে ভেজা গন্ধ আর ফাঙ্গাস পড়ার সম্ভাবনা। বার বার কাপড় পরিষ্কার করার পরেও তাতে দেখা দিতে পারে ফাঙ্গাসের কালচে দাগ বা তিলের ছোপ। আর সুতি হল ফাঙ্গাস বা ছত্রাকের বংশ=বিস্তারের জন্য মোক্ষম কাপড়।
এমন আবহাওয়াতে কাপড় সুরক্ষিত রাখতে বিশেষত সুতি কাপড়কে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে প্রয়োজনীয় পদপক্ষেপ করা প্রয়োজন।
- ট্যাগ:
- লাইফ
- কাপড়
- বৃষ্টি পরিস্থিতি
- ছত্রাক
- দূরীকরণ