বাগেরহাটে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫
বাগেরহাট জেলায় নতুন করে আরও ১৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৯ জনে, মৃত্যু হয়েছে ৭৯ জনের।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় লকডাউন চললেও করোনা সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। রবিবার বাগেরহাটে ৪১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে জেলায় করোনা সংক্রামণের হার ২০ শতাংশ থেকে বেড়ে ৪২. ৯৬ শতাংশে দাঁড়িয়েছে।