![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252F1f118960-28a2-494d-a1cb-101e4a58ef4d%252Fnarayan.jpg%3Frect%3D0%252C39%252C1355%252C711%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
২৫ দিন ধরে নিখোঁজ তিন তরুণ, স্বজনদের কান্না
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ২৫ দিন আগে (২ জুন) তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তাঁরা নিখোঁজ। নিখোঁজ তিনজন হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী গ্রামের বাসিন্দা মো. নোমান, মো. নাছিম ও বগুড়ার শহিদুল ইসলাম।
নিখোঁজ নোমান পেশায় ব্যবসায়ী। নাছিম মাদ্রাসাছাত্র এবং শহিদুল আড়াইহাজার এলাকার একটি মসজিদের ইমাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে আজ রোববার দুপুরে এসব তথ্য জানান ভুক্তভোগী তিনজনের পরিবারের সদস্যরা।