কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতীয় অগ্রাধিকারে শিক্ষা না থাকা দুর্ভাগ্যজনক

প্রথম আলো সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১৪:৩৩

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ক্ষেত্রে প্রায় সব দেশের বিজ্ঞানীদের পরামর্শ এই যে করোনাজীবাণুর সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলেই কেবল তা সম্ভব। তা না হলে শিক্ষার্থীরা এই জীবাণু বহন করে পরিবারের বয়স্ক সদস্যদের মধ্যে তা সংক্রমিত করতে পারে। শিক্ষক ও অন্যরাও সংক্রমণের ঝুঁকিতে থাকতে পারেন। আমাদের দেশে সংক্রমণের হার কখনো ৮ থেকে ৯ শতাংশের নিচে নামেনি। এখন তো কোনো কোনো জেলায় ৯০ শতাংশের বেশি। বিজ্ঞানের দৃষ্টিতে তাই সরকারের এ সিদ্ধান্তকে অযৌক্তিক ভাবার কারণ নেই। একজন শিক্ষক হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে আমিও হতাশ হই। কিন্তু প্রতিষ্ঠানগুলো খুলে দিলে যদি শিক্ষার্থীরা আক্রান্ত হতো, তাদের মাধ্যমে তাদের পরিবারের লোকজন সংক্রমিত হতেন, তার দায় তখন সরকারের ওপরই পড়ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও