![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F27%2Findia_president.jpg%3Fitok%3Dki-2XnaY)
ভারতে রাষ্ট্রপতির সফরের জন্য আটকানো হলো গাড়ি, অসুস্থ নারীর মৃত্যু
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের গাড়িবহর যাবে, তাই আটকে দেওয়া হয়েছিল গাড়ি চলাচল। এতে তৈরি হয় যানজট। আর, সেই যানজট কাটিয়ে অসুস্থ এক নারীকে সময়মতো হাসপাতালে নিতে না পারায় মৃত্যু হয় তাঁর। সংবাদমাধ্যম দ্য হিন্দু ও লাইভ হিন্দুস্তান এ খবর জানিয়েছে।