![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252Fea9bdd91-21bb-4179-bbed-1394a2ab483f%252F18094660_1920963671458959_227497459822100480_n.jpg%3Frect%3D0%252C58%252C723%252C380%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
তিন কোটির গাউনে সালমার বিয়ে
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জুন ২০২১, ০৭:০৫
মেক্সিকান হলিউড তারকা সালমা হায়েকের প্রেমটা ছিল ছাইচাপা আগুনের মতো। দুজনেই শুরুতে সর্ব্বোচ্চ গোপনীয়তার সঙ্গে প্রেম চালিয়ে গেলেও তার উত্তাপ ঠিকই স্পর্শ করেছিল আন্তর্জাতিক গণমাধ্যমকে। আর গর্ভবতী হওয়ার পর তো নিজেরা হাত ধরেই গণমাধ্যমের সামনে এসেছেন। সালমা পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর সন্তানের বাবাকে, তিনি আর কেউ নন, ফরাসি শিল্পপতি ফ্রাঙ্কো-হেনরি পিনাল্ট। বিশ্বের সেরা ধনীদের একজন।
- ট্যাগ:
- লাইফ
- বিয়ে
- হলিউড তারকা
- ব্রাইডাল গাউন
- সালমা হায়েক