![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-10-20210626171809.jpg)
শিবচরে লেগুনা খাদে পড়ে বৃদ্ধ নিহত, স্ত্রীসহ আহত ৫
মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে মোস্তফা শেখ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের এএম উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর এলাকার মৃত আব্দুর রব শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশালের বাবুগঞ্জ থেকে লেগুনায় কর্মস্থল ঢাকায় যাওয়ার জন্য স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে রওনা দেন মোস্তফা। পথিমধ্যে মাদারীপুরের শিবচরের ভান্ডারিকান্দি এএম উচ্চ বিদ্যালয়ের কাছে এলে নিয়ন্ত্রণ হারায় লেগুনাটি। এতে গুরুতর আহত হয় ছয়জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।