সিংড়ায় দুধ ফেলে প্রতিবাদ খামারিদের
নাটোরের সিংড়ায় ন্যায্যমূল্য না পাওয়ায় দুধ ফেলে অভিনব প্রতিবাদ করেছেন খামারিরা। শনিবার (২৬ জুন) সকালে উপজেলার বাহাদুরপুর বটতলা এলাকায় অন্তত ৩০ জন খামারি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, উপজেলার ১২ ইউনিয়নে অন্তত ৬০০ গরুর খামার রয়েছে। স্থানীয় বাজারে খামারিরা দুধ এনে বিক্রি করতেন। বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিদিন মহাজনদের কাছে ৪০-৬০ লিটার দুধ বিক্রি করতেন। কিন্তু লকডাউনের কারণে বাজারে মহাজন না আসায় দুধ নেয়ার মতো ক্রেতা নেই। আবার অবিক্রীত দুধ নিয়ে বাড়ি ফেরাও কষ্টের। ফলে এসব দুধ ফেলে দিয়ে প্রতিবাদ জানান তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতিবাদ
- ন্যায্যমূল্য
- খামারি
- দুধের দাম