![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsuicide-20210626155038.jpg)
মৌলভীবাজারে পাহারাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা মিজাজ মিয়া (৫০) নামের এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী বাড়ি ফিরে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানা যায়।
শনিবার (২৬ জুন) সকালে উপজেলার পৌর শহরের মিশন রোড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মিজাজ পৌর শহরের সোনামিয়া রোডের পাহারাদার ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঝুলন্ত লাশ উদ্ধার
- পাহারাদার