![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/06/online/photos/Untitled-3-samakal-60d64c9f46147.jpg)
মাদক বিস্তারের পথ রুদ্ধ হোক
জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ২৬ জুন সারাবিশ্বে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস' পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য :'মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন।' বাংলাদেশে আন্তর্জাতিক এ দিবসটি পালনের গুরুত্ব অনেক বেশি, কারণ কভিড-১৯ মহামারির সঙ্গে ধূমপান ও মাদকের ঝুঁকিপূর্ণ সম্পর্কের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে ঘোষণা দিয়েছে। ধূমপান বহু জটিল রোগের কারণ, একই সঙ্গে কভিডে মৃত্যুর প্রবণতাকে ৫০ শতাংশ বাড়িয়ে দেয়। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও মাদকদ্রব্যের অবৈধ প্রবেশের ফলে এদেশের যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। সরকার এরই মধ্যে মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা ঘোষণা করেছে।