স্প্যানিশ ফরোয়ার্ডের পরিবারকে হত্যার হুমকি
ইউরো কাপের চলতি আসরে গ্রুপপর্বে বেশ হতাশই করেছে স্পেন। সুইডেন, স্লোভাকিয়া ও পোল্যান্ডের গ্রুপে তারাই ছিল ফেবারিট। ভাবা হচ্ছিল, ই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে যাবে তিনবারের ইউরো জয়ীরা। কিন্তু তিন ম্যাচে ১ জয় ও ২ ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হয়ে শেষ ষোলোতে পা রেখেছে লা রোজারা।