![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/06/26/kohli-260621-01.jpg/ALTERNATES/w640/kohli-260621-01.jpg)
‘কোহলিতে দেখি রিচার্ডস-পন্টিংকে, সে এতটাই ভালো’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জুন ২০২১, ০৯:৫১
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর থেকে তুমুল সমালোচনা চলছে বিরাট কোহলির। প্রশ্ন উঠছে ফাইনালে ভারতের একাদশ নির্বাচন ও মাঠে তার নানা সিদ্ধান্ত নিয়ে। তবে ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন মহিন্দর অমরনাথ। সাবেক ভারতীয় অলরাউন্ডারের মতে, কোহলি দারুণ কাজ করে চলেছেন এবং তাকেই নেতৃত্বে রাখা উচিত।