![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-83839383,imgsize-105999/pic.jpg)
উত্তরপ্রদেশের ঘাটে ঘাটে শুধু ভেসে আসছে দেহ!
nationযোগী রাজ্যে ফের ধরা পড়ল মর্মান্তিক ঘটনার ছবি। আবারও গঙ্গায় দেখা মিলল ভেসে আসা লাশের। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতর। অভিযোগ, প্রশাসনের দৃষ্টি এড়াতেই এভাবে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে মৃতদেহ।
nationযোগী রাজ্যে ফের ধরা পড়ল মর্মান্তিক ঘটনার ছবি। আবারও গঙ্গায় দেখা মিলল ভেসে আসা লাশের। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতর। অভিযোগ, প্রশাসনের দৃষ্টি এড়াতেই এভাবে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে মৃতদেহ।