মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনের বেতন কত?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৫ জুন ২০২১, ০৯:০৯
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মাধ্যমে সরকার জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছে। ৫০টি মসজিদ উদ্বোধনও হয়েছে। ইতোমধ্যে অনেকগুলো মসজিদে অস্থায়ী হিসেবে স্থানীয়ভাবে ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগ হয়েছে। স্থায়ী জনবল কাঠামো না থাকায় সম্মানির ভিত্তিতে দেওয়া হচ্ছে বেতন। তবে সেটাকে অসম্মানজনক দাবি করছেন দেশের খ্যাতানামা আলেমরা।
জানা গেছে, মডেল মসজিদগুলোর পরিচালানার দায়িত্বে নেই ইসলামিক ফাউন্ডেশন। মসজিদগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালনার বিধান রেখে নীতিমালা তৈরি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নীতিমালা অনুসারে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককে দেওয়া হয়েছে জনবল নিয়োগের দায়িত্ব।