![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/06/25/image-254531-1624586990.jpg)
কৃষ্ণ সাগরে উসকানি না দিতে ব্রিটেনকে হুঁশিয়ারি রাশিয়ার
কৃষ্ণ সাগরে ফের উসকানি না দিতে ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এরপর আবার ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ যুদ্ধজাহাজে বোমা ছোঁড়া হবে বলেও হুমকি দিয়েছে রাশিয়া।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, আন্তর্জাতিক আইনকে না মানলে আমরাও যুদ্ধজাহাজে বোমা নিক্ষেপ করব। কারণ ব্রিটেনের যুদ্ধজাহাজ রাশিয়ার জলসীমায় প্রবেশ করে আন্তর্জাতিক লঙ্ঘন করেছে। গতকাল রাশিয়ায় ব্রিটেনের রাষ্ট্রদূতকেও তলব করে এর প্রতিবাদ জানানো হয়।