কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটের ‘জল্লা’ খনন কাজ পরির্দশন করেছেন মেয়র ও জেলা প্রশাসক

মানবজমিন প্রকাশিত: ২৫ জুন ২০২১, ০০:০০

সিলেট নগরীর জল্লারপারের ‘জল্লা’ পরিচ্ছন্নতা ও খনন কাজ চলছে। জলাশয় সংরক্ষণের উদ্যোগ হিসেবে প্রায় ৫ একর ভূমির জল্লায় গত মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার সিলেট সিটি কপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে সঙ্গে নিয়ে জল্লা’র পরিচ্চ্‌ন্নতা কর্মসূচি পরিদর্শনে যান। এ সময় জল্লার সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন সিসিক মেয়র ও সিলেট জেলা প্রশাসক। প্রাকৃতিক এ জলাশয় সংরক্ষণে পরচ্ছিনতা ও খনন কাজ শেষে জল্লার চারদিকে ওয়াকওয়ে ও বসার স্থান নির্মাণ করা হবে বলে জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, জল্লার বেশকিছু ভূমি বেদখল রয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় শিগগিরই জলাশয় সংরক্ষণের লক্ষ্যে জল্লাকে পুরোপুরি দখলমুক্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স-এর সভাপতি এটিএম সুয়েব, সিলেট মহানগর পুলিশের উপ-পলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ এবং সিসিক’র সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত