জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ- নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জম্মু-কাশ্মীরকে আবার রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে তার জন্য প্রথমে এখন যে ডিলিমিটেশনের প্রক্রিয়া চলছে, সেটা যথাসম্ভব দ্রুত শেষ করতে হবে। এর পর ব্লক স্তরে নির্বাচন আরম্ভ হবে এবং আস্তে আস্তে রাজ্যস্তরে।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জম্মু-কাশ্মীরের সব রাজনৈতিক দলগুলোর নেতা ও নেত্রীদের তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বলেছেন, যথেষ্ট সম্প্রীতির আবহাওয়ায় কথাবার্তা হয়েছে। তাঁরা প্রত্যেকে বিবিধ দাবির মধ্যে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি সবচেয়ে আগে তুলেছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে