গণপরিবহন বন্ধ করেও ঠেকানো যাচ্ছে না ঢাকামুখী জনস্রোত
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) থেকে রাজধানীর আশপাশের সাতটি জেলায় কঠোর লকডাউন চলছে। চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। সারাদেশ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন রাখতেই সরকারের এই পদক্ষেপ। লকডাউনের ফলে ঢাকার সঙ্গে আশপাশের জেলা সমূহের গণপরিবহন বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ করেও আটকানো যায়নি জনস্রোত।
ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আসা-যাওয়া চলছে অনেকটা স্বাভাবিক নিয়মেই। যেতে হচ্ছে ভেঙে ভেঙে- পার্থক্য শুধু এতটুকু। তবে আগের তুলনায় যাতায়াত খরচ বেড়েছে কয়েকগুণ, সাথে ভোগান্তি তো রয়েছেই।