![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsuvagoto-hom-20210624114917.jpg)
শুভাগতর ঝড়ো ব্যাটিং, মোহামেডানের লড়াকু সংগ্রহ
চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই মোহামেডানের। এখন শুধু যতটা এগিয়ে থাকা যায়, সেই চিন্তা। সে লক্ষ্য নিয়েই আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছে সাকিববিহীন মোহামেডান।
মিরপুরে টস জিতে মোহামেডান অধিনায়ক শুভাগত হোমকেই ব্যাট করার আমন্ত্রণ জানান গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপকে ১৬৬ রনের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে মোহামেডান।